পল্টনে বাসে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩
রাজধানীর পল্টনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
সদরঘাট থেকে মিরপুরগামী বাসটি পল্টন এলাকায় পৌঁছালে এতে আগুন দেওয়া হয়। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের বাসে আগুন
তিনি বলেন, বিকাল ৫টা ১০ মিনিটের দিকে পল্টন মোড়ে তানজিল পরিবহনের একটি বাসের পেছন দিকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তবে বাসটির পেছনের কয়েকটি সিট পুড়ে গেছে।
জেবি/এসবি