মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সমানে যুবদলের নেতাকর্মীদের হাতে ব্যাবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নৃশংসভঅবে নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (১১ জুলাই) রাতে এ বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি বুয়েট শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় তারা ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; জুলাইয়ে হাতিয়ার, গর্জে উঠো আরেকবার; নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ’ ইত্যাদি স্লোগান দেন।
আরও পড়ুন: মিটফোর্ডের হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব
সমাবেশে বুয়েট শিক্ষার্থীরা ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। সারা বাংলাদেশে চলমান চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, ভবিষ্যতে এরকম হত্যাকাণ্ড বন্ধ করতে প্রশাসনিক ও রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তা নাহলে দেশের জনগণ রাষ্ট্রের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলবে।
এমএল/