রাজধানীতে তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টায় শহীদ মিনারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।
‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নামে ছয়টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে আয়োজিত এ সমাবেশে শিক্ষকেরা তাদের দাবিগুলো তুলে ধরেন।
আরও পড়ুন: জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান
দাবিগুলোর মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেডে বেতন ও ভাতা প্রদান, শতভাগ পদোন্নতি নিশ্চিত করা এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা।
ঐক্য পরিষদের নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, স্পষ্ট প্রতিশ্রুতি না মিললে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুন: ‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাতীয় পার্টি’
এর আগে শিক্ষকেরা কর্মবিরতির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হলেও দাবিগুলো পূরণ না হওয়ায় তারা আবারও রাজপথে নেমেছেন।
অন্যদিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ৩০ সেপ্টেম্বর থেকে তারা সারাদেশে টানা অনশন শুরু করবেন।
আরও পড়ুন: জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন।
এএস