জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান
সংগৃহীত ছবি।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।  তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে সেখানে উপস্থিত হতে দেখা যায়নি।

 

আরও পড়ুন: ‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাতীয় পার্টি’


শনিবার (৩০ আগস্ট) সকালে জাতীয় পার্টির অফিসের সামনে এমন থমথমে পরিস্থিতি দেখা যায়। 


সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের সময় জাতীয় পার্টি অফিসের সামনের সড়কে ছোড়া ইট-পাটকেল এখনো পড়ে রয়েছে। স্থানীয় দোকানগুলোতে ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে এবং দোকানদাররা নিজেদের দোকান পরিষ্কার করছেন।


এ বিষয়ে কার্যালয়ের সামনে দায়িত্ব পালনকারী রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত সাংবাদিকদের জানান, “সকাল ৮টা থেকে আমরা এখানে অবস্থান করছি। উপরের নির্দেশ না আসা পর্যন্ত এখানেই দায়িত্ব পালন করব।’ তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা রমনা থানা ছাড়াও রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।



এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ করেই সংঘর্ষ শুরু হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 


এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।


আরও পড়ুন: জাপা কার্যালয়ের সামনে ফের সংঘর্ষ, গুরুতর আহত নুর


এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। তার নাক ফেটে গেছে এবং তিনি স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। 


বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


এসডি/