সর্বাত্মক অবরোধের ঘোষণা দিল বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৩ পিএম, ২০শে নভেম্বর ২০২৩

দেশে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতালের পর এবার নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ষষ্ঠ দফায় আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করে দলটি।
সোমবার (২০ নভেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন: ২২ ও ২৩ নভেম্বর সর্বাত্মক অবরোধ
এর আগে সরকারের পতনের ডাক দিয়ে এক দফা দাবি আদায়ে টানা অবরোধ কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর তা বাতিল চেয়ে রবিবার থেকে দু'দিনের হরতাল পালন করে আসছে দলটি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

যারা নির্বাচনে বাধা দেবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল

নির্বাচনি রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

জনগণের আস্থা ও আশার প্রতীক, ত্যাগী এবং আপসহীন নেতা এস এম জাহাঙ্গীর
