২২ ও ২৩ নভেম্বর সর্বাত্মক অবরোধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৮ পিএম, ২০শে নভেম্বর ২০২৩

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান অলি আহমদ।
আরও পড়ুন: তৃণমূল বিএনপি হবে প্রধান বিরোধী দল: তৈমুর
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, “মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন। কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। আমাদের কর্মসূচিতে যোগদান করুন। ইনশাআল্লাহ বিজয় আসবে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

যারা নির্বাচনে বাধা দেবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে: মির্জা ফখরুল

নির্বাচনি রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

জনগণের আস্থা ও আশার প্রতীক, ত্যাগী এবং আপসহীন নেতা এস এম জাহাঙ্গীর
