বেনাপোল থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩
যশোরের বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোররাতে একটি অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রাখা রয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বালতি ভর্তি ২১ টি ককটেল বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ককটেল বোমা দ্বারা যে কোন বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। উক্ত ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে র্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ককটেল বোমা জব্দ তালিকা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
আরএক্স/