লেবাননের গির্জায় ইসরাইলের বিমান হামলা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩


লেবাননের গির্জায় ইসরাইলের বিমান হামলা
ছবি: সংগৃহীত

লেবাননের একটি গির্জায় গোলা ছুড়েছে ইসরাইলের সেনাবাহিনী। ফলে গির্জাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 


সোমবার (২০ নভেম্বর) এই হামলা চালায়। লেবাননের সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। 


ইসরাইলি সেনাবাহিনী সেন্ট জর্জ গির্জায় এই হামলা চালায়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 


আরও পড়ুন: স্টেডিয়ামের একাংশ ভেঙে নিহত ৩ শ্রমিক


গত ৭ অক্টোবরের পর থেকেই ইসরাইলি সেনাদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তরে দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তারা ট্যাঙ্ক, হেলিকপ্টার ও বোমারু বিমান দিয়ে এই হামলা চালাচ্ছে। 


সোমবারও হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলির খবর পাওয়া গেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর


জেবি/এসবি