অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাথে পুলিশ সুপারের পরিচিতি সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩
বাংলাদেশ অবসরপ্রাপ্ত কুষ্টিয়া জেলা পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সাথে সদ্য (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএ,বিপিএম, পিপিএম (বার) এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইনের পুরাতন হাসপাতাল ভবনে অবস্থিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়ার কার্যালয়ে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব বিপিএ,বিপিএম, পিপিএম (বার), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. তারেক জুবায়ের,
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতোয়ার রহমান।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মওলা বক্স , সঞ্চালনায় ছিলেন
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ্।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার গোলাম রব্বানী, পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন , পুলিশ পরিদর্শক মোহাম্মদ খেদমত আলী, পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারী, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল জলিল প্রমুখ।
এসময় পুলিশ লাইনের ভিতরে পুরাতন হাসপাতাল ভবনের দুই রুম বিশিষ্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য নির্ধারিত একটি অফিস উপহার দেওয়ার জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা এবং কুষ্টিয়ার পুলিশ সুপার( অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল তোরা দিয়ে বরন করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
এছাড়াও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উপহার দেওয়া অফিসের কিছু আসবাব পত্র সরঞ্জাম ও দেওয়ালের চটে যাওয়া রঙ ও জানালা দরজার মেরামতের কথা পুলিশ সুপারকে জানালে পুলিশ সুপার এ এইস এম আব্দুর রকিব বিপিএ,বিপিএম, পিপিএম (বার) তা দ্রুত সংস্কারের ব্যাবস্থা করে দিবেন বলে জানান৷
আরএক্স/