যাত্রাবাড়ীতে বাসে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:১০ পিএম, ২১শে নভেম্বর ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অফিসার তালহা বিন জসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ী চৌরাস্তায় সন্ধ্যা ৮ টা ৪০ মিনিটে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটা ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক ১ জন আহত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার সকাল ৬ টা থেকে ও আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ পযন্ত দেশব্যাপী অনুরোধ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবরোধ শুরু হওয়ার আগেই রাজধানীতে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
