আশুলিয়ায় চলন্ত বাসে আগুন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৯ এএম, ২২শে নভেম্বর ২০২৩


আশুলিয়ায় চলন্ত বাসে আগুন
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় নন্দন পার্কের সামনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


মঙ্গলবার (২১ নভেম্বর) রাত  রাত ১১টার সময় নবীনগর- চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্কের সামনে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বাসের পেছনে আগুনের লেলিহান দেখা যায়। পরে বাসের ড্রাইভার গাড়ি থামালে সকল যাত্রীরা বাস থেকে নেমে গিয়ে ছিলো। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।


আরও পড়ুন: সাভারে চার শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক রিমান্ডে


জিবারো মর্ডাণ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.আলাউদ্দিন জানান, রাতা ১১টার দিকে বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হাতহতের খবর পাওয়া যায়নি।


জেবি/এসবি