গাইবান্ধা-৫ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন জান্নাতুল ফেরদৌস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০১ পিএম, ২২শে নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোছাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা)।
রবিবার (১৯ নভেম্বর) তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর জান্নাতুল ফেরদৌস বলেন, প্রিয়নেত্রী,জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি মনোনয়ন দেন আমি আমার এলাকায় যুব সমাজকে শতভাগ মাদকমুক্ত, চুরি ,ছিনতাইমুক্ত সমাজ উপহার দেবো,আমার এলাকা হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে আবার ও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ।
মোছাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা) নব্বইয়ের গণতন্ত্র পূনরুদ্ধারে, সর্বদলীয় ছাত্র ঐক্যের তুখোড় ও পরিশ্রমী গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।
তিনি গাইবান্ধা জেলা সদরের ৪ বারের নির্বাচিত (এম এল এ) ,ও এমপি, মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ, ক্যাপ্টেন মুনসুর আলী প্রদত্ত সংবিধান প্রণয়ন কমিটির ৭ নং সম্মানীত সদস্য, বৃ্হত্তর রংপুর জেলা ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গাইবান্ধা জেলা গভর্নর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,
মরহুম লুৎফর রহমানের বড় নাতনী।
এছাড়া গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম অধ্যক্ষ আতাউর রহমানের জৈষ্ঠ্য কন্যা।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

‘কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে’
