ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছ মোটা তাজাকরণ বিষয়ক মাঠ দিবস
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩
ঠাকুরগাঁওয়ে কার্প জাতীয় মাছ মোটা তাজাকরণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) ঠাকুরগাঁও সদরের কচুবাড়ী আউলিয়াপুর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) এর সমন্বিত কৃষি ইউনিট মৎস্য খাতের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে সমন্বিত কৃষি ইউনিটের সালন্দর শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাতুল্যাহর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন কৃষিবিদ বাবুল বণিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেক, ইএসডিও মুন্সিহাট এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ মুক্তারুল ইসলাম।
অনুষ্ঠানে সমন্বিত কৃষি ইউনিটের সহকারি মৎস কর্মকর্তা সোহেল মাহমুদ সরকারসহ ৯৫ জন উপকারভোগী উপস্থিত ছিলেন।
আরএক্স/