ঢাবিতে বাথরুমে যাওয়া নিয়ে মারামারি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বাথরুমের লাইনে দাঁড়ানো নিয়ে মারামারি হয়েছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) রাত রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসার জন্য আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইমন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী বাবর। এ দুই শিক্ষার্থীর মধ্যে মারামারি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমন গ্রন্থাগারের বাথরুমের লাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন ইমনকে ডিঙ্গিয়ে তার সিনিয়র বাবর বাথরুমে যেতে চাইলে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে বাবর তার জুনিয়র ইমনের নাক ফাটিয়ে দেন। আহত ইমন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইবিতে সংঘর্ষের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন
আহত ঢাবি শিক্ষার্থী ইমন খান জানান, সেন্ট্রাল লাইব্রেরির নিয়ম হলো যিনি আগে গেটে প্রবেশ করবেন তিনি আগে ওয়াশরুমে যাবেন। কিন্তু এক ব্যক্তি আমার পরে গেটে এসে আমার আগেই ওয়াশরুমে তাড়াহুড়ো করে ঢুকে পড়েন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সন্ধান, উন্মোচন, সৃজন ও বিতরণ: ইবি উপাচার্য
ইমন বলেন, পরে এসে আগে যাওয়ার কারণ জানতে চেয়ে আমি তাকে এ কথাই বলেছিলাম। তিনি কোনো উত্তর না দিয়ে আমাকে মেরে কান ফাটিয়ে দিয়েছেন। আমার দাঁতেও চরমভাবে আঘাত পেয়েছি। আমি বর্তমানে ঢামেকে চিকিৎসা নিচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ড. নাসির উদ্দিন মুন্সীর বলেন, মারামারির বিষয়ে শুনেছি। ঘটনাটির খোঁজ-খবর নেব।
জেবি/এসবি