ইন্দিরা গান্ধীর জন্মদিনে ফাইনাল ছিল বলেই হেরেছে ভারত: ড. হিমন্ত বিশ্বশর্মা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩
বিশ্বকাপের ফাইনালে ভারতের হার নিয়ে জমজমাট রাজনীতির কাদা ছোড়াছুড়ি নিয়ে এবার নিন্দনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে বিতর্ক।
ভারতের হারের পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিকে দায়ী করে আগেই বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাকে পাল্টা দিতে গিয়ে এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন আসাম মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা।
হিমন্ত বলেছেন, বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের কারণ মোদির উপস্থিতি নয়, বরং ওই ম্যাচ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে হয়েছিল বলেই হেরেছে টিম ইন্ডিয়া।
আসাম মুখ্যমন্ত্রী বলেছেন, " বিসিসিআইয়ের কাছে আমি অনুরোধ করব, ভবিষ্যতে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ যাতে গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনে না রাখা হয়।
বিশ্বকাপের ফাইনালের হার থেকে যেন আমরা শিক্ষা নিই।" খেলার মাঠের পরাজয় নিয়ে ব্যক্তিগত আক্রমণ এবং কাদা ছোড়াছুড়ির শুরুটা করেছিলেন রাহুল গান্ধী। তিনিই ঘুরিয়ে দাবি করেছিলেন, " অপয়া" মোদির উপস্থিতিই হারিয়ে দিয়েছে ভারতকে।
সম্প্রতি রাজস্থানে একসভায় রাহুল বলেন, " ভারতের ছেলেরা ভালো খেলছিল। বিশ্বকাপটা ও জিতে যেত। কিন্তু ফাইনালে অপয়া গিয়ে হারিয়ে দিল"।
রাহুল নাম না করে মোদিকে নিশানা করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে ও মোদিকে " অপয়া" বলে প্রচার করা হচ্ছিল। এবার তাই পাল্টা তত্ত্ব তুলে আনলেন হিমন্ত।
আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, " আমরা সবকটা ম্যাচ জিতলাম। অথচ ফাইনালটা হেরে গেলাম। ঠিক কেন হারলাম, সেটা খুঁজতে গিয়েই আমি বুঝলাম ফাইনালটা পড়েছিল ইন্দিরা গান্ধীর জন্মদিনে। আর সে কারণেই আমাদের দেশ ব্যর্থ।"
রাহুলকে খোঁচা দিয়ে হিমন্ত বলেন, " আমি বিসিসিআইকে অনুরোধ করব, দয়া করে গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনে কোনও গুরুত্বপূর্ণ খেলা রাখবেন না।"
আরএক্স/