আইফোনের পরিবর্তে যে ফোন ব্যবহার করতে বলছে রাশিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আইফোনের পরিবর্তে যে ফোন ব্যবহার করতে বলছে রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণার কারণে একাধিক নিষেধাজ্ঞার শিকার হয়েছে রাশিয়া। মার্কিন সরকার রাশিয়ায় ব্যবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে। ফলে দেশটি এখন আইফোনের মতো জনপ্রিয় স্মার্টফোনের স্থানীয় বিকল্পের সন্ধানে নেমেছে। একই পথে হেঁটে রাশিয়া ব্যবসায় বন্ধ করেছে মাইক্রোসফট, অ্যাপল, গুগল এমনকি ভিসার মতো ব্র্যান্ড। কারণে দেশটি আইয়া টি ওয়ান নামক একটি স্মার্টফোনের বিকল্প নিয়ে হাজির হয়েছে।

রাশিয়ার স্টেট মিনিস্ট্রি চাইছে, দেশের নাগরিকরা আইফোনগুলো ত্যাগ করে আইয়া টি ওয়ান ব্যবহার করুক যা শক্তিশালী এবং নিরাপদ। রাশিয়ান স্টেট ডুমার সদস্য মারিয়া বুটিনা সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, ‌আমার প্রিয়জন, বন্ধুরা আপনারা একবার আইয়া টি ওয়ান স্মার্টফোনের সঙ্গে পরিচয় করে নিন।

বুটিনা তার ইনস্টাগ্রাম পেজে এই আইয়া টি ওয়ান ফোনটি সম্পর্কে ভিডিও প্রকাশ করে ফোনের খুঁটিনাটি সম্পর্কে জানিয়েছেন। একপ্রকার আনবক্সিং ভিডিও শেয়ার করেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, এই আইয়া টি ওয়ান ফোনটি কি কোনও দিক থেকে