মুন্সীগঞ্জ ২ আসনে মনোনয়ন দৌড়ে রয়েছে ১১জন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশীকে আজ গণভবনে ডাকা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সাথে সাক্ষৎ শেষে আজই ঘোসনা হতে পারে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর নাম। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে বিভিন্ন আসনে মনোনয়ন পেতে যাওয়া বিভিন্ন প্রার্থীর নাম।তবে আওয়ামী লীগের দায়িত্বশীল পক্ষ থেকে ওগুলোকে গুজব বলে জানানো হচ্ছে।
দেশের অন্যান্য স্থানের ন্যায় মুন্সীগঞ্জ ২ আসনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে এবারো আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বর্তমান সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।
মনোনয়ন দৌড়েও এগিয়ে আছেন তিনি। এরপরই শোনা যাচ্ছে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ এর নাম।
এই আসন হতে আরো দলীয় মনোনয়ন চেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আবু ইউসুফ ফকির,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ঢালী মোয়াজ্জেম হোসেন, লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী মোল্লা লিংকন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম বাদল,সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মিজান সরদার, মহিলা নেত্রী রানু আক্তার।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব: নাহিদ ইসলাম

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

‘মব জাস্টিসে’ সরকার ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় রয়েছে কি না, প্রশ্ন তারেক রহমানের

সোহাগ হত্যা, পদত্যাগ করছেন ছাত্রদলের নেতারা
