সাধারণ বিমার কাছে ২ কোটি ২৮ লাখ ডলার দাবি বিএসসির


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সাধারণ বিমার কাছে ২ কোটি ২৮ লাখ ডলার দাবি বিএসসির

ইউক্রেনে রকেট হামলার পর পরিত্যক্ত ঘোষণা করা জাহাজএমভি বাংলার সমৃদ্ধি জন্য সাধারণ বীমা কর্পোরেশনের কাছে বিমা বাবদ ২২. মিলিয়ন ডলার (প্রায় ১৯৬ কোটি টাকা) দাবি করেছে সমুদ্রগামী জাহাজ পরিচালনাকারী বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কর্তৃপক্ষ।

বিষয়ে বিএসসি চেয়ারম্যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশীয়-আন্তর্জাতিক সব আইন-কানুন অনুসরণ করে এই বিমা দাবি পরিশোধের জন্য আবেদন করা হয়েছে। বিমা কোম্পানি বিষয়টি যাচাই করে দাবি পরিশোধ করবে।

বিষয়টি জানতে সাধারণ বিমা করপোরেশনের এমডি সৈয়দ শাহরিয়ার আহসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেনি।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে গত মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা অবস্থায় রকেট হামলার শিকার হয় 'বাংলার সমৃদ্ধি' জাহাজটি। এতে জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। হামলায় জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাণিজ্যিক এই জাহাজটি ডেনমার্কের

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়