দুপুরে দেশে পৌঁছাবেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুপুরে দেশে পৌঁছাবেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজবাংলার সমৃদ্ধি ২৮ নাবিক দেশে ফিরছেন। বুধবার (৯ মার্চদুপুর নাগাদ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছার কথা রয়েছে।

রোমানিয়ায় নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত দাউদ আলী মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে গণমাধ্যমকে জানান, এদিন রোমানিয়ার সময় রাত পৌনে ১০টায় এবং বাংলাদেশ সময় রাত পৌনে দুটোয় ২৮ নাবিককে বুখারেস্ট থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে পাঠানো হবে।  ইস্তাম্বুল হয়ে তারা ঢাকায় পৌঁছাবেন।  একটি বিশেষ বিমানে নাবিকদের একসঙ্গে পাঠানো হচ্ছে।

জাহাজে আগুনের ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের একটি মরচুয়ারিতে রাখা হয়েছে।  তার লাশ আজকে আসছে না।

২৮ নাবিকের মধ্যে রয়েছেন- বাংলার সমৃদ্ধি জাহাজের মাস্টার জিএম নুর আলম সহকারী মাস্টার মনসুরুল আমিন খান। বাকিরা হলেন সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক তুহিন,

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়