যশোরের ৬টিসহ বিভাগের ৩৬ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩


যশোরের ৬টিসহ বিভাগের ৩৬ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী
ফাইল ছবি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। 


সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু ২৮৯টি আসনে পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে রওশন এরশাদের আসন খালী রাখা হয়েছে ও এরশাদ পুত্র সাদ এরশাদকে রংপুর-২ আসন থেকে মনোনয়ন দেয়া হয়নি। 


জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন যারা: যশোর-১ আসনে আক্তারুজ্জামান, যশোর-২ ফিরোজ শাহ, যশোর-৩ মাহবুব আলম, যশোর-৪ জহুরুল হক, যশোর-৫ এম এ হালিম, যশোর-৬ জি এম হাসান। খুলনা-১ আসনে কাজী হাসানুর রশিদ, খুলনা-২ গাউসুল আজম, খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন, খুলনা-৪ ফরহাদ আহমেদ, খুলনা-৫ শহীদ আলম, খুলনা-৬ শফিকুল ইসলাম মধু। সাতক্ষীরা-১ আসনে সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ অ্যাড. আলিফ হোসেন, সাতক্ষীরা-৪ মাহবুবুর রহমান। বাগেরহাট-১ আসনে কামরুজ্জামান, বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম, বাগেরহাট-৩ মনিরুজ্জামান মনি, বাগেরহাট-৪ সাজন কুমার মিস্ত্রী। নড়াইল-১ আসনে মিল্টন মোল্লা, নড়াইল-২ অ্যাড. খন্দকার ফায়কুজ্জামান ফিরোজ।


মেহেরপুর-১ আসনে আব্দুল হামিদ, মেহেরপুর-২ কেতাব আলী।


কুষ্টিয়া-১ আসনে শাহরিয়ার জামিল জুয়েল, কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী, কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু, কুষ্টিয়া-৪ আয়ান উদ্দিন।


চুয়াডাঙ্গা-১ আসনে অ্যাড. সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা-২ রবিউল ইসলাম।


ঝিনাইদহ-১ আসনে মনিকা আলম, ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান, ঝিনাইদহ-৩ আব্দুর রহমান, ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু।


মাগুরা-১ আসনে সিরাজুস সায়েফিন সাঈফ, মাগুরা-২ মুরাদ আলীকে পার্টির মনোনয়ন প্রদান করা হয়েছে। এদিকে, জাতীয় পার্টি এদিন মোট ২৮৯ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এছাড়া ১১টি আসনে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এরমধ্যে রংপুর-১ আসনে মনোনয়ন পাননি দল থেকে বহিস্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। 


রুস্তম আলী ফরাজী পিরোজপুর-৩ আসনে মনোনয়ন পাননি। সাদ এরশাদ রংপুর-২ আসনেও মনোনয়ন পাননি। একইসাথে খালি রাখা হয়েছে ময়মনসিংহ-৪ বা রওশন এরশাদের আসনটিও।



আরএক্স/