ধামরাইয়ে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ২৮শে নভেম্বর ২০২৩

ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের আঞ্চলিক সড়কের পাশে কৃষ্টখালী এলাকায় ধান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে ধামরাই থানার উপ পুলিশ-পরিদর্শক (এস আই) পাবেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের আঞ্চলিক সড়কের পাশে কৃষ্টখালী এলাকায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আজ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
