Logo

ধামরাইয়ে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ নভেম্বর, ২০২৩, ০৬:৪৫
23Shares
ধামরাইয়ে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে গেছে।

বিজ্ঞাপন

ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের আঞ্চলিক সড়কের পাশে কৃষ্টখালী এলাকায় ধান থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে ধামরাই থানার উপ পুলিশ-পরিদর্শক (এস আই) পাবেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের আঞ্চলিক সড়কের পাশে কৃষ্টখালী এলাকায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে আজ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে অন্য কোথাও হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD