বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৪ এএম, ২৯শে নভেম্বর ২০২৩

বাগেরহাটের রামপালের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান , ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয় ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।
এই অগ্নি সন্ত্রাসের সাথে কারা জড়িত তা বের করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলে ও জানান এ কর্মকর্তা।
আরএক্স/