পাভেলের সংগীতায়োজনে গানে ফিরলেন শিরিন
সাইফুল বারী
প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩
দীর্ঘদিন বিরতির পর গানে ফিরেছেন জনপ্রিয় গায়িকা শিরিন। সম্প্রতি আশরাফুল পাবেলের সংগীতায়োজনে ‘অত মায়া অত প্রেম’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি লিখে সুর করেছেন মাহতাব শাহ্ ফকির।
জানা যায়, কানাডার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও শুটিং করা হয়েছে। আশরাফুল পাভেল ইউটিউব চ্যানেলে গানটি শিগগিরই প্রকাশ করা হবে।
গান প্রসঙ্গে শিরিন বলেন, অনেক দিন পর গানে ফিরলাম। গানটির কথা ও সুর খুবই ভালো লেগেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।
পাভেল বলেন, খুবই যত্ম নিয়ে কাজটি করেছি। গানটি নিয়ে খুবই আশাবাদী।
আরএক্স/