আয়কর রিটার্ন দেওয়ার সময় দুই মাস বাড়লো
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩
ভোট সামনে রেখে আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়িয়ে নতুন আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আদেশ অনুসারে, নতুন বছরের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন।
বুধবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর’র দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা এক আদেশে রিটার্ন জমা দেওয়ার তারিখ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: ২৪ দিনে প্রবাসী আয় এলো ১৪৯ কোটি ডলার
এনবিআর ২০২৩-২৪ করবর্ষের জন্য করদিবসের সময়সীমা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, “স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নির্ধারিত করদিবস ৩০ নভেম্বরের পরিবর্তে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, স্বাভাবিক ব্যক্তি ও আয়কর আইন-২০২৩ এ সজ্ঞায়িত কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতাদের জন্যও আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর দিতে পারবে।”
আরও পড়ুন: রাজশাহী, সিলেট ও বরিশালে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
এ ছাড়া, আয়কর আইন, ২০২৩ এ সজ্ঞায়িত কোম্পানি করদাতার জন্য নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
জেবি/এসবি