রাজধানীর মতিঝিলের মডার্ন ম্যানশন ঝুঁকিপূর্ণ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাজধানীর মতিঝিলের মডার্ন ম্যানশন ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানীর মতিঝিলের ‘মডার্ন ম্যানশন’-এর বিভিন্ন ফ্লোরে ফাটল দেখা দেওয়ায় পরীক্ষা-নিরীক্ষা শেষে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা। কয়েকদিন আগে পিলারে ফাটল দেখা দেওয়া মতিঝিলের মডার্ন ম্যানশনের পরিস্থিতি ঘুরে দেখার পর ১৫ তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (৯ মার্চ) সকালে ভবনটিতে ব্যানার লাগিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‌‘ভবনটি অনেক পুরানো। ১৯৬২ সালের ১৪ নভেম্বর এর নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় ভবনে ফাটলের খবর জানাজানি হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি পরিদর্শন দল সেখানে গিয়ে তৃতীয় তলার পিলারসহ দেয়ালের বেশ কিছু জায়গা থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। তখনই ফায়ার সার্ভিস ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় এবং ভবন ব্যবহারে নিরুৎসাহিত করে।’ 
 
এ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শাহজাহান সিকদার বুধবার দুপুরে গণমাধ্যমে বলেন, ‌৫৩ মতিঝিল হোল্ডিংয়ের ওই ভবনে ঝুঁকিপূর্ণ ভবন লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন তারা। ভবনের দোতলায় তিনটি এবং তৃতীয়তলায় দুটি পিলারে ফাটল দেখা দেওয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলা হয়েছে।'

উল্লেখ্য, বহুতল এই ভবনে ব্যাংক, গণমাধ্যমের কার্যালয়, রেস্তোঁরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

এসএ/