ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৭:৩৬ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩
ভারতের ওড়িশার কেওনঝার জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও কমপক্ষে ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক।
কেওনঝার জেলা প্রশাসক আশিষ ঠাকরে বলেছেন, শুক্রবার (১ ডিসেম্বর) ভোর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঘাটগাঁওয়ের কাছে ২০ নম্বর জাতীয় সড়কের উপর। মা তারিনী মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে কেওনঝারের বালিজোড়ির কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানাই, যাত্রী বোঝাই একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। ১৯ জন আরোহী নিয়ে ভ্যানটি গঞ্জাসের দিগাপাহান্দি থেকে ঘাটগাঁওয়ের মা তারিনী মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই ভ্যানের ৭ জন যাত্রী মারা যান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে হাটগাঁও এসডিপিও সুরশান গাঙ্গাই বলেন, ".দিগাপাহান্ডি থেকে ২ পরিবারের ১৯ জন সদস্য ঘাটাগাঁওয়ে মা তারিনীর দর্শন নিতে যাচ্ছিলেন।"
আরএক্স/