শালিখায় হিজড়া সেজেও রক্ষা পেলোনা সাজাপ্রাপ্ত আসামি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩


শালিখায় হিজড়া সেজেও রক্ষা পেলোনা সাজাপ্রাপ্ত আসামি
দণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দীন। ছবি: জনবাণী

মাগুরার শালিখায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি জসীমউদ্দীনকে(৩০) গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। 


শুক্রবার (১ ডিসেম্বর) রাতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাগুরা জেলার সদর থানার জগদল বাজার থেকে হিজড়া ছদ্মবেশ ধারণকালে তাকে আটক করে। 


জসীমউদ্দীন মাগুরা জেলার শালিখা উপজেলার পাঁচ কাহুনিয়া গ্রামের মৃত আলম হোসেনের ছেলে। ২০১৬ সালে জসীমউদ্দীনের স্ত্রীর করা একটি যৌতুকের মামলায় জসীমউদ্দীনকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে চলতি বছরের জুন মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 


শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি জসীম উদ্দীন দীর্ঘদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় হিজড়া ছদ্মবেশ চলাফেরা করত। 


গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মাগুরা সদর উপজেলার জগদাল বাজার থেকে হিজড়া ছদ্যবেশ অবস্থায় আমরা তাকে গ্রেফতার করি এবং আজ শনিবার আসামিকে মাগুরা কোর্টে সোপর্দ করা হবে।


আরএক্স/