রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৩ পিএম, ২রা ডিসেম্বর ২০২৩

জাতীয় পার্টি সাবেক মহাসচিব এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান ওরফের রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও পরে কাগজপত্র দেখালে তা বৈধ ঘোষণা করা হয়।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, “বিকাল ৪টার মধ্যে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা বলা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র দেখে মনোনয়নের বৈধ ঘোষণা করা হয়েছে।”
আরও পড়ুন: বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার
জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আরও পড়ুন: মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত
উল্লেখ্য, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর

তারেক রহমান ফিরলেই নির্বাচনী প্রচারণার অর্ধেক সম্পন্ন হবে: সালাহউদ্দিন

সংসদ ভবন এলাকায় আ. লীগের মিছিল, নেতা আটক

‘জয়’ বলে দেড় মাইল পরে ‘বাংলা’ উচ্চারণ করে আ. লীগ: সালাহউদ্দিন
