বিলুপ্ত ‘খুপি আর গাছা’ অতীত মনে করিয় দেয়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গ্রাম অঞ্চলের অতি ব্যাবহৃত খুপি বাতি আর তেমটা দেখা যায় না। ডিজিটাল যমুনা ও নতুনত্বের ছোয়ায় হাড়িয়ে বিলুপ্ত হয়েছে নিত্য দিনের আলোক দাতা খুপি বাতি। ইতিহাসে ও অতীতের পাতায় দেখা গেছে এক সময় সকলি ব্যবহার করতেন খুপি বাতি। খুপি বাতিই ছিল রাতের অন্ধকার দুরকরার একমাত্র প্রদীপ। যা মাটির তৈরী, কাচের শিশি, অথবা কোন ধাতুর বস্তুতে জ্বালানী তেল ডুকিয়ে সুতার আগুন জ্বালিয়ে গ্রামের বসবাসের ঘরকে করতো আলোয় আলোকিত।
সাহিত্যিক, কবি, লেখক, বিজ্ঞানীদের লেখাপড়ার সময় অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে খুপিবাতি। এটি রাখার স্থানের নাম ছিল ‘গাছা’ বর্তমান নাম স্ট্যান্ড। পল্লীগ্রামের শতভাগ বিদ্যুৎএর আলোয় আলোকিত হয়েছে দেশের প্রতিটি ঘর। তাই এখন আর চোখে পড়ে না খুপি বাতি আর গাছা নামক ছোট্ট প্রয়োজনীয় জিনিসগুলোর। হঠাৎ দেখা মিলে হাওরাঞ্চলের কৃষক পরিবারে রান্না ঘরের চুলার পাশে। তাও বিদ্যুৎ চলে গেলেই আলো দিয়ে অন্ধকারকে করে দূরীভূত।
ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস ঐতিহ্য মনে করিয়ে দেয়ার নাম ‘খুপি বাতি আর গাছা’। আসুন ঐতিহ্য কে তুলে ধরতে সংরক্ষণ করি বিলুপ্ত জিনিস গুলোকে।
এসএ/