ডা. সাবরিনার প্রতারণার মামলা ২৩ মের মধ্যে নিষ্পত্তির নির্দেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ডা. সাবরিনার প্রতারণার মামলা ২৩ মের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেনের বিরুদ্ধে দায়ের করা করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগের মামলার বিচারকাজ ২৩ মের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে বিচারকাজ শেষ না হলে সাবরিনার জামিন বিবেচনা করতে বলেছেন আদালত।

মঙ্গলবার (৮ মার্চ) সাবরিনার জামিন বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ডা. সাবরিনার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর উস-সাদিক।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দিতে রুল জারি করেন হাইকোর্ট।

ওআ/