গাজীপুরে চলন্ত বাসে আগুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৪০ এএম, ৪ঠা ডিসেম্বর ২০২৩

বিএনপির চলমান অবরোধে গাজীপুর সিটি করপোরেশনের জিরানী বাজার এলাকায় একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: অবরোধের আগ মুহুর্তে গাজীপুরে ট্রাকে আগুন, চালক দগ্ধ
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার যাওয়ার সময় জিরানী বাজার এলাকায় পৌঁছালে বাসের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।
আরও পড়ুন: গাজীপুর ৩ আসনের নৌকার সমর্থনে হাজারো জনতার ঢল
বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
