বিএনপির ৬ ও ৭ ডিসেম্বর অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩


বিএনপির ৬ ও ৭ ডিসেম্বর অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন
ফাইল ছবি

এক দফা দাবিতে দশম দফায় আবারও আগামী বুধ এবং বৃহস্পতিবার সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এছাড়া  পাশাপাশি রবিবার (১০ ডিসেম্বর)  আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।


সোমবার (৪ নভেম্বর) বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।


অপরদিকে, বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।


সেই সঙ্গে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলা, মিথ্যা মামলা, রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের গ্রেফতার ও সাজার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন পালন করা হবে।


আরও পড়ুন: সাকিবের ব্যাংক ঋণ ৩১ কোটি ৯৮ লাখ


এদিকে, সোমবার এক বিবৃতিতে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।


আরও পড়ুন: মাগুরা-১: সাকিব আল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা


দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, “প্রিয় দেশবাসী সাহসিকতার সাথে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না। আপনাদের নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। নিজের নাগরিক অধিকার আদায়ে সোচ্চার হোন। অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না।”


সোমবার সারাদেশে পালিত হচ্ছে বিএনপি ঘোষিত নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি।


জেবি/এসবি