এখন ভাগাভাগির নির্বাচন চলছে: রিজভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩
‘এখন ভাগাভাগির নির্বাচন চলছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের চলমান রাজনীতিকে ভয়ংকর পরিণতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক—এটা চায় না আওয়ামী শাসকগোষ্ঠী।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, সরকারে অনাচারের বিরুদ্ধে কথা বললেই—সেটা হয়ে যায় ষড়যন্ত্র। সারা দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ কারণে বিশ্বের বড় বড় সংস্থাগুলো রিপোর্ট করছে। এরপরেও সরকারের টনক নড়ছে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে “তামাশার নির্বাচন” হিসেবে আখ্যায়িত করে রুহুল কবির রিজভী বলেন, “একটা তামাশার নির্বাচন করা হচ্ছে। আন্তর্জাতিক মহল নির্বাচন নিয়ে বিরূপ। এভাবে সরকার পার পাবে না।”
“১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত আজকালের মধ্যে” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, “প্রকৃতপক্ষেই এখন চলছে ভাগাভাগির নির্বাচন। ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর ফলাফল ঘোষণা হবে মাত্র।”
আরও পড়ুন: আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি
বিএনপির এই নেতা দাবি করেন, “দেশের অর্থনীতি ভয়াবহভাবে বিপর্যস্ত। তারপরও সরকারের বিকার হচ্ছে না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেলেও তাদের কিছু যায়-আসে না”
এর আগে নেতাকর্মীদের গ্রেফতারের প্রসঙ্গে রিজভী জানান, দেশে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৮৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৫ মামলায় এক হাজার ৩৯৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬৫ নেতাকর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন: সরকারের সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে নির্বাচনে এসেছি: চুন্নু
এসময় রিজভী দাবি করে বলেন, “১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ২৬৫ মামলায় ২৯ হাজার ৭৬০ জনকে আসামি করা হয়েছে। হামলায় আহত হয়েছেন এক হাজার ৫২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।”
জেবি/এসববি