আ.লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকরা আ. লীগের কাছে ২০টি আসন চেয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইস্কাটনের বাসায় জোটের ৩ নেতার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু।
তিনি জানান, জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে, সভা শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, “গত সংসদে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল। এবার দ্বিগুণ প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। আলোচনা করে জোটের সব দলের সম্মান রেখেই ফলাফল আসার ব্যাপারে আমরা আশাবাদী। জোটগতভাবে এবারও নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আরও পড়ুন: এখন ভাগাভাগির নির্বাচন চলছে: রিজভী
১৪ দলের প্রার্থীদের আসনে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী না থাকার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকেলে ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।
আরও পড়ুন: আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি
গেল সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আ. লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জেবি/এসবি