Logo

এক মাসের মধ্যেই কমবে আলুর দাম : বাণিজ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৩, ২৩:০৪
36Shares
এক মাসের মধ্যেই কমবে আলুর দাম : বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী এক মাসের মধ্যেই আলুর দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বিজ্ঞাপন

আগামী এক মাসের মধ্যেই আলুর দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে খুব জোরেশোরে বাজারে আলু  আসবে তখন আশা করি দাম কমে যাবে। এই মুহূর্তে যেসব আলু বাজারে আসছে তা উত্তরবঙ্গের নীলফামারী, ঠাকুরগাঁওয়ের, তা এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়।

বিজ্ঞাপন

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে, দেশজুড়ে ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম ডিসেম্বর ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মনশি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই মুহুর্তে ৬০ টাকা না, আমাদের যে রিপোর্ট তাতে দেখা যায়, ৪২ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে আলু। শুধু ঢাকা শহরে এটি। মফস্বলে এটি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

খেজুর আমদানিতে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, এ নিয়ে আমদানিকারীরা প্রশ্ন তুলেছিল এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শুল্ক কমাতে পারি না। সে জন্য আমরা এনবিআরের কাছে আবেদন জানাতে পারি। সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে যেন তারা শুল্ক একটু কমাতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজনীতির বাইরে আপনাকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া হয় এতে আপনি খুশি কি না জানতে চাইলে তিনি বলেন, দুটো প্রেক্ষাপট, এই অঞ্চলেই আমি ৫৫ বছর ধরে রাজনীতি করে গেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি। এটা আমার রাজনৈতিক কেরিয়ার। যখন আমি রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তখন রাজনীতির পরিচয়টাই প্রধান হয়।

মন্ত্রী আরও  জানান, পাশাপাশি ব্যবসায়ে যখন আমি এফবিসিসিআইয়ের সভাপতি ছিলাম সে হিসেবে আমি ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাজনীতি আর ব্যবসা সাংঘর্ষিক না সহযোগী।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD