একদফা দাবি নিয়ে জাবিতে ছাত্রদলের মশাল মিছিল


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩


একদফা দাবি নিয়ে জাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ছাত্রদলের মশাল মিছিল। ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির ডাকা ১০ম দফা অবরোধ সমর্থনে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: জাবির আইবিএ ভবনের নতুন জায়গা বরাদ্দ


এ সময় নেতাকর্মীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান তারা।


সংহতি জানিয়ে মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব প্রমুখ।


এ সময়ে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান সোহান বলেন, 'গুম, খুন, মামলা-হামলা নির্যাতনকে অতিক্রম করে জাবি ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশরক্ষার আন্দোলন অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছে। জনগনের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করেই ছাত্রদল ঘরে ফিরবে।'


আরও পড়ুন: জাবিতে নিয়মিত সকল রুটের বাস চালু করার দাবি


শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিবেন, আমরা সব কিছুর বিনিময় হলেও তা সফল করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো।


মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের মার্জুক, শেখ মুজিবুর রহমান হল শাখার যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা জুবাইর আল মাহমুদ, নাইমুল হাসান কৌশিক, সফিকুল ইসলাম, হোসাইন আল রাশেদ বাদল, সাহানুর রহমান সুইট, রাজিব আহমেদ, এম আর মুরাদ, রাজু আহমেদ রাজন, নিশাত আব্দুল্লাহ, আল আমিন, জিল্লুর, জিসান, সাফায়াত, রাজু, রিফাত, নাইম প্রমুখ।


আরএক্স/