ইফতারকে ‘অনন্য বিশ্ব ঐতিহ্যের’ স্বীকৃতি ইউনেসকোর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৯ পিএম, ৭ই ডিসেম্বর ২০২৩


ইফতারকে ‘অনন্য বিশ্ব ঐতিহ্যের’ স্বীকৃতি ইউনেসকোর
ফাইল ছবি

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রমাস রমজান। এই মাসে সিয়াম পালনকারীদের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে ইফতারের সময়। ইফতারকে অনন্য বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। 


বুধবার (৬ ডিসেম্বর) এ স্বীকৃতি মেলে।


ইউনেসকো বলছে,‘ইফতার (ইফতারি কিংবা ইফতর হিসেবেও পরিচিত) রমজান মাসে সব ধরনের ধর্মীয় বিধান মানার পর সূর্যাস্তের সময় মুসলমানদের পালনীয় রীতি।’


আরও পড়ুন: তওবার নামাজ আদায় করার নিয়ম


ইউনেসকো মনে করে, এই ধর্মীয় রীতি পরিবার ও সমাজে বন্ধন দৃঢ় করে এবং দান, সৌহার্দ্যের মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসে।


জেবি/এসবি