Logo

১ জনকে দুই বছরের কারাদণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
১১ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৬
95Shares
১ জনকে দুই বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

রবিবার (১০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এর আদালত এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বন্ধু পরিচয়ে প্রতারণার দায়ে ভাটারা থানার মামলায় আশরাফুল ওমর উজ্জ্বল নামের একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (১০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এর আদালত এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক মাসের কারাভোগ করতে হবে। এসময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করা হয়।

এর আগে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর মেহেদী ইমাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৩ জুলাই আদালতে আশরাফুল ওমর উজ্জ্বলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। পরে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহারে মেহেদী বলেন, আশরাফুল ওমর উজ্জল ভাটারা থানাধীন নর্দায় তার জাপান মটরস এ আমার শোরুমে গাড়ী কিনতে আসে। তখন সে নিজেকে বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়ার ও সাবেক আন্ডার নাইন্টিন এর অধিনায়ক হিসাবে পরিচয় দেয় এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপির ছোট ভাই, সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ছোট ভাই ও মুশফিকুর রহিমের বন্ধু এবং বর্তমান ক্রিকেটার অনেকের সাথে তার সখ্যতা রয়েছে। বিভিন্ন ক্রিকেটার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গনদের সাথে তাহার ছবি দেখিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত খেলোয়ার হিসেবে বিশ্বাস স্থাপন করায়। 

বিজ্ঞাপন

এজাহারে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলসহ সিনিয়র ক্রিকেটারদের আমার শোরুমে নিয়ে আসবে এবং তাদের ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলে শোরুমে গাড়ী বিক্রয় ভাল হবে বলে আমাকে প্রলোভন দেখায়। পরে সে আমার কাছে টাকা ধার হিসেবে চায় এবং বলে আমি যখন গাড়ী কিনব তখন সমস্ত টাকা পরিশোধ করে দিবে। আমি সরল বিশ্বাসে দুই দফায় তাকে ১ লক্ষ টাকা দেই। বিবাদির কাছে আমার পাওনা টাকা চাইলে সে টাকা ফেরৎ না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে। পরবর্তীতে আমি জানতে পারি মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি পরিচয়ে যাহাদের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করিয়ে দেয় তাহারা কেউই মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি নয় বরং অন্য কাউকে মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন অপি সাজিয়ে যোগাযোগ করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD