বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩


বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি সই - ছবি: সংগৃহীত

ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি সই করেছে মার্কেন্টাইল ব্যাংক।


রবিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা চুক্তিতে স্বাক্ষর করেন। 


এলটিএফএফ স্কীমের সাম্প্রতিক সাফল্যের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক ব্যাক্তিখাতে বিশেষত রফতানিমুখী উৎপাদন শিল্পে দীর্ঘ মেয়াদি মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নেয়। এই তহবিল কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি এবং সর্বোপরি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।


আরও পড়ুন: গ্লোবাল ডেবিট কার্ড সেবা উদ্বোধন


এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. আবুল বাসার, অতিরিক্ত পরিচালক ফিরোজ মাহমুদ ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেবি/এসবি