ধামরাইয়ে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময় সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৮ পিএম, ১১ই ডিসেম্বর ২০২৩

ঢাকার ধামরাই নবনিযুক্ত উপজেলা নিবার্হী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী চেয়ারম্যান বৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আমরা জনগণের সেবক, সেবা গ্রহীতাকে আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সেবা দিবো। আমরা যদি সেবা নাও দিতে পারি তথাপি তাকে সম্মানের সহিত তার সেবা না পাওয়ার কারণ উত্থাপন করবো, আমরা তাদের ভালো আচরণ সরবরাহ করবো।
আরও পড়ুন: ধামরাইয়ে দোকানে পেঁয়াজ থাকলেও দাম অনেক বেশি
এসময় বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সুচি রানী সাহা, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান সহ আরো অনেকেই।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
