মেজর (অব.) হাফিজকে বিদেশে যেতে বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১০ পিএম, ১২ই ডিসেম্বর ২০২৩

চিকিৎসার জন্য ভারত যেতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন: জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের
সংবাদমাধ্যমকে হাফিজ উদ্দিন বলেন, দিল্লির একটি হাসপাতালে আগামীকাল বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সে জন্য তিনি আজ দুপুরের দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান। তার মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাকে অপেক্ষা করতে বলে। পরে তাকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এরপর তিনি বাসায় ফিরে যান।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ

চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান

"সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"
