ফখরুলকে মিস করছেন কাদের!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ১৩ই ডিসেম্বর ২০২৩

কারাগারে বন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিস করছেন ক্ষমতাসীন দল আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এই সময় মির্জা ফখরুল থাকলে ভালো হতো। তার প্রশ্নের জবাব দিতে ভালো লাগে।”
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আ. লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: প্রার্থিতা হারালেন আওয়ামী লীগের এনামুল
আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি গুপ্ত হামলা ও গুপ্তহত্যা করছে। বিএনপি ও তাদের দোসররা বাসে-ট্রেনে আগুন দেয়। তারা ৭ জানুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের গুপ্ত মিছিলের কোনো মূল্য নাই। এগুলো আমরা দেখেও না দেখার ভান করছি। রাজনীতির মাঠে ফখরুল থাকলে ভালো লাগতো। রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে ফখরুলের জবাব-পাল্টা জবাব দিতে ভালো লাগে। এখন সেটা অনুপস্থিত। থাকলে ভালো লাগতো।”
আরও পড়ুন: মেজর (অব.) হাফিজকে বিদেশে যেতে বাধা
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে, ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে। দেশের মানুষকে ভয় ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে।”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ

চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান

"সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"
