মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১১ পিএম, ১৪ই ডিসেম্বর ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি জানান।
আরও পড়ুন: বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল
পরে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক,পৌর প্রেস ক্লাব সভাপতি শাহ-আলম তালুকদার,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো.আবু সালেহ।
অন্যান্যের মধ্যে আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ,উপজেলা নির্বাচন কর্মকর্তা হযরত আলী,পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল ম্যানেজার আ. ওয়াদুদ, পৌর কাউন্সিলর মিলন শেখ,ইউনুস আলী সরদার, রেদোয়ানুল করিম, পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, অর্থ বিষয়ক সম্পাদক সাগর তালুকদার রনি, নির্বাহী সদস্য আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
