বরিশালের চৌমাথায় এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩
বরিশালের চৌমাথায় কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে চৌমাথা বরিশাল উপশাখার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সবাজসেবক প্রফেসর সৈয়দ শাহজাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন, বরিশাল শাখার ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়সহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পদে পারভেজ তমালের ৬ বছর
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর সৈয়দ শাহজাহান বলেন, এ অঞ্চলের জন্য পদ্মা সেতু ও পায়রা বন্দরসহ বেশকিছু মেগা উন্নয়ন ব্যবসা বাণিজ্যের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এনআরবিসি ব্যাংক এ ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করবে। এর ফলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।
আরএক্স/