চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩


চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ২
আটককৃত আসামিরা। ছবি: জনবাণী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী চরবাগডাঙ্গায় র‍্যাবের অভিযানে প্রায় ১০ কোটি টাকার হেরোইন উদ্ধারসহ বাবা-ছেলে আটক করেছে ২।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা থেকে তাদের আটক করা হয়। এ বছর সর্বোচ্চ পরিমাণ মাদকের বড় চালান উদ্ধার বলছে র‍্যাব।


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে ২৩ প্রার্থী 


আটককৃত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের জাইরা মোরল গ্রামের মৃত নসিমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়া (৫০) ও তার ছেলে মোমিনুল ইসলাম।


র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচার করে চবাগডাঙ্গার শরিফুল ইসলামের বাড়িতে হেরোইন রয়েছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শরিফুল ইসলাম ওরফে ধুলু। তার ছেলে মোমিনুলকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাদের বাড়ির পিছনে ৪০০ মিটার দূরে বাঁশ বাগানে মাটির গর্তে পুতে রাখা প্লাষ্টিকের ড্রামের ভিতর থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় তার বাড়ী থেকে ২ কিলোমিটার দূরে নদীর পাড় হতে আটক করা হয়।


আরও পড়ুন: পাবনার অস্ত্র কারবারি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার


উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এসব কথা জানায়।


আরএক্স/