বিজয় দিবসে স্মৃতিসৌধে জাবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩
সজীবুর রহমান, জাবি প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিজয় দিবসে স্মৃতিসৌধে জাতীয়তাবাদী ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসিব সোহেলের নেতৃত্বে এসময় সংগঠনের সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান, যুগ্ম-সম্পাদক নোমান বিন হারুন, দপ্তর সম্পাদক ওয়াজহাতুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক তানভীর ইবনে মোবারক, কার্যকরী সদস্য রাহাত চৌধুরী ও মো. সৌরভ উপস্থিত ছিলেন।
জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন বলেন, 'লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা৷ বিজয়ের এ আনন্দ তাই প্রতিটি হৃদয়ে নতুন জোয়ার নিয়ে আসে। আমাদের নতুন প্রজন্মের কাছে এ বিজয় দিবস আরো নব উদ্দীপনা নিয়ে আসুক এই কামনাই করি৷
আরও পড়ুন: বিজয় দিবস উপলক্ষে ইবির শেখ হাসিনা হলে ফ্ল্যাশমব
এছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী 'সংবাদপত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসান, জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেকসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরএক্স/