ডাকসু নির্বাচনের ফল ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৯:০৫ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণাকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন, যা পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ফলাফলের অপেক্ষায় জড়ো হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ-প্রতিআপত্তি ঘিরে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় ক্যাম্পাসে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, নারী প্রার্থীদের বাধা
এ অবস্থায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর নীলক্ষেত ও শাহবাগ এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থিত বিভিন্ন গ্রুপকে অবস্থান নিতে দেখা যায়, যা উদ্বেগ বাড়ায়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক যানবাহন তল্লাশি চলছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোট গণনায় কারচুপির অভিযোগে টিএসসিতে উত্তেজনা, এলইডি স্ক্রিন বন্ধ
এর আগে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম সব প্রার্থীকে শিক্ষার্থীদের রায় মেনে নেওয়ার আহ্বান জানান। তার মতে, হার-জিতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের ম্যান্ডেটকে সম্মান জানানো জরুরি।
এএস