রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩


রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইস
ছবি: সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।


রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার কিছুসময় আগে বঙ্গভবনে তাদের এই বৈঠক শুরু হয়।


ইসি সূত্রে জানা যায়, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।


আরও পড়ুন: বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব


বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমও থাকবেন বলে এর আগে জানানো হয়। 


এদিকে, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।


আরও পড়ুন: একই প্রতীক একাধিক স্বতন্ত্র প্রার্থী দাবি করলেই লটারি


তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।


জেবি/এসবি