ইবি শিক্ষক সমিতির নির্বাচন মঙ্গলবার


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩


ইবি শিক্ষক সমিতির নির্বাচন মঙ্গলবার
ফাইল ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ ও গণনা শেষে ফল প্রকাশ করা হবে।


রবিবার(১৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনার ও গনিত বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৪০৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে ১৫টি পদের বিপরীতে ৩টি পূর্ণাঙ্গ প্যানেল এবং এককভাবে ১ জন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন।


আরও পড়ুন: যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩টি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি প্যানেল রয়েছে। এতে শাপলা ফোরাম মনোনীত প্যানেল থেকে অধ্যাপক ড. মাহবুবর রহমান সভাপতি ও অধ্যাপক ড. মামুনর রহমান সাধারণ সম্পাদক পদে। শাপলা ফোরামপন্থী অন্য আরেকটি প্যানেলে অধ্যাপক ড. আনোয়ার হোসেন সভাপতি পদে ও অধ্যাপক ড. আনোয়ারুল হক সাধারণ সম্পাদক পদে লড়বেন। জামায়াতপন্থী শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক ড. আবু সিনা সভাপতি ও অধ্যাপক ড. মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে। এছাড়া সতন্ত্র ভাবে অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে নির্বাচন বর্জন করেছেন বিএনপিপন্থী শিক্ষকরা।


এরআগে, গত ১০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও ১২ ডিসেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। পরে যাচাইবাছাই শেষে ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।


সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আশা করছি, সকলের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


আরএক্স/