নাগরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারও মানুষের ঢল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩


নাগরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতায়  হাজারও মানুষের ঢল
ছবি: জনবাণী

গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার লক্ষ্যে মহান বিজয় দিবসে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ৮৬ তম  ঘোড়দৌড় প্রতিযোগিতা।


শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সহবতপুর ইউনিয়নের চর ডাঙ্গা ঘোড়া-দৌড় ময়দানে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সন্ধানী লাইফ ইন্স্যুরেসের চেয়ারম্যান মো. মজিবুল ইসলাম পান্না। প্রতি বছর এই নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে এমন আয়োজন উপভোগ করেন এলাকাবাসী।


বিভিন্ন এলাকা থেকে বাহারী ঘোড়ার পিঠে চেপে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন অশ্বারোহীরা। হারিয়ে যাওয়া বাংলার এ ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের হাজারও মানুষ।


আরও পড়ুন: নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন


এসময় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শেখ সামছুল হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর।


আরও পড়ুন: নাগরপুরে তিন ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা


এছাড়া  উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা, সিএনজি ও অটোরিক্সা নাগরপুর উপজেলা শাখার সহ-সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল্লাহ আল শুভ। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।


জেবি/এসবি